দুর্গাপুরের ৪ নং বোরো অফিসের জলের দাবীতে বিক্ষোভ সি পি আই (এম) এর

নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, ১৩ ই এপ্রিল দুর্গাপুর:- জলের দাবীতে বোরো অফিসে বিক্ষোভ সি পি আই (এম) এর। ঘটনা দুর্গাপুরের ৪ নং বোরো অফিসের। সোমবার দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের বনফুল সরনীর বাসিন্দাদের সঙ্গে নিয়ে ৪নং বোরো অফিসে যান বাম নেতৃত্ববৃন্দ। অভিযোগ ওই এলাকায় পানীয় জলের স্ট্রীট ট্রাপের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে তীব্র জল সংকটে ভুগছেন ওই এলাকার বাসিন্দারা।

এমনকি শৌচকর্ম করার মতও প্রয়োজনীয় জল টুকুও পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বারবার পুরসভা কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। বাম নেতৃত্বের দাবী দ্রুত এই সমস্যার সমাধান না করলে আগামী ১৮ ই এপ্রিল ২০২৩ ডি এম সি অভিযানের ডাক দিয়েছে সি পি আই (এম)প্রচন্ড গরমে তীব্র তাপপ্রবাহের মাঝে এই জলসংকটে দিশাহারা এখন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *