নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, ১৩ ই এপ্রিল আসানসোল :- মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত রূপনারায়ণপুরের এক বৃদ্ধ।বৃদ্ধ ব্যাক্তির নাম অনিল ঘোষ(৭৬)।রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমানে পঞ্চায়েত সদস্যর অসীম ঘোষের বাবা।জানা যায় বাসের ধাক্কায় তার কোমরে,হাত এবং পায়ের গুরুতর আঘাত পান।

তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আসানসোলে।ঘটনা ঘটে রূপনারায়ানপুর বাজারের সামনে।ঘটনা প্রসঙ্গে জানা যায় অনিল ঘোষ সকালে বাজার সেরে নিজের গাড়ির সামনে যেতেই ডাবর মোড় থেকে চিত্তরঞ্জনমুখী একটি মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন।পুলিশ ঘাতক মিনিবাসটি আটক করে।পুলিশ তদন্ত শুরু করেছে।