নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, ১৪ই এপ্রিল দুর্গাপুর:- শুক্রবার সকাল থেকে সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দুর্গাপুর পুরসভার সামনে ইএসআই ও বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি ন্যায্য বেতন দিতে হবে এবং ইএসআই চালু করতে হবে।

কিছুদিন আগে সাফাই কর্মীদের একটি ডাইভার ইএসআই না থাকায় তার মৃত্যু হয়। গতকাল একটি সাফাই কর্মীর বাবা ইএসআই ভর্তি হতে গেলে ই এস আই কার্ড না থাকা দরুন তিনি ভর্তি হতে পারেনি। সাফাই কর্মীদের দাবি অবিলম্বে তাদের ইএসআই ও বেতন দিতে হবে