নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, ৩রা মে দুর্গাপুর :-
উদ্ধার হল মানুষের মাথার খুলি, হাড়, পুরনো জামা কাপড়ের অংশ।ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।তদন্ত শুরু করেছে পুলিশ।ধান্ডাডিহি গ্রামের ঘটনা। বুধবার ধান্ডাডিহি গ্রামের শ্মশান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো মানুষের মাথার খুলি, হাড় ও পুরনো জামা কাপড়ের অংশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ধান্ডাডিহি গ্রাম থেকে মঙ্গলপুর যাওয়ার মূল রাস্তার পাশে মাথার খুলি, হাড় ও জামাকাপড়ের অংশগুলি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। পড়ে থাকা খুলি,হাড়, জামা কাপড়ের অংশ তুলে নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দা সৈয়দ গোলাম জানান,বেশ কয়েকদিন ধরে রাস্তার পাশ থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। এদিন বেশ কয়েকটি পথ কুকুর রাস্তার পাশে হাড়গোড় নিয়ে টানাটানি করছিল। কৌতুহলবসতঃ তা দেখছিল স্থানীয়রা। মাথার খুলি, হাড় এগুলি কোন মৃত মানুষের বলে সন্দেহ হয় তাদের। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে।পুলিশ এসে হাড়, মাথার খুলি, জামা কাপড়ের অংশ বিশেষ সংগ্রহ করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুর-ফরিদপুর থানার কুলবনি গ্রামে একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয়েছিল মানবদেহের কঙ্কাল। উদ্ধার হওয়া কঙ্কালটির রহস্য ভেদ করতে তদন্ত করছে পুলিশ। এরই মাঝে বুধবার মাথার খুলি হাড়গোড় উদ্ধার হয়। যা নিয়ে কুলকুনি গ্রামের মতো ধান্ডাডিহি গ্রামেও ছড়ালো চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।