ফুটপাতের ফাটল দিয়ে হাত ঢুকিয়ে রেলের ওভারহেড তারের হাত নিয়ে যেতেই ঘটল হাড়হিম করা ঘটনা

নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, ৩রা মে দুর্গাপুর :-         রেলের ওভারহেড তারের কাছাকাছি হাত নিয়ে গেলে কি হয় ! গত মঙ্গলবার সকালে কৌতুহলবশত তা দেখার জন্য রেল ওভারব্রিজের ওপর রাস্তার ধারে ফুটপাতের ফাটল দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিলে দশ বছরের একটি বাচ্চা ছেলে। তারপর যা ঘটল একেবারে হাড়হিম করা ঘটনা। প্রচন্ড শব্দে বিস্ফোরণে কেপে ওঠে এলাকা। সঙ্গে আগুনের ঝলকানি।

তাতে ওই ছাত্রের হাত ও মুখের একাংশ ঝলসে যায়। তড়িঘড়ি এলাকাবাসীরা বাচ্চা ছেলেটি কে মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।ঘটনাটি কোক-ওভেন থানার অধীন গ্যামনব্রিজের। বূধন সাউ নামে ওই বাচ্চাটি বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন ‘বাচ্চাটির বুকের ওপরের অংশ হাত, মুখ আগুনে ঝলসে গেছে। চিকিৎসা চলছে। আপাতত স্থিতিশীল আছে বাচ্চাটি। বুধবার সকাল থেকে ব্রিজ মেরামতের কাজ শুরু করল রেল দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড ও দুর্গাপুর পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *