নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, ২৬ শে মে দুর্গাপুর :- পশ্চিমবঙ্গ জয়েন্টে রাজ্যে পঞ্চম স্থানাধিকারী অয়ন গোস্বামী দুর্গাপুরের সেপকোর বাসিন্দা। ৭ ম শ্রেনীতে দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলে ভর্তি হয়। অয়নের আশা ছিল দশের মধ্যে থাকবে ।

আগামী দিনে অঙ্ক নিয়ে ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে এ পড়ার ইচ্ছে আছে বলে শুক্রবার বিকেলে জানায় অয়ন। তা না হলে কম্পিউটার সাইন্স নিয়ে পড়বে। আপাদমস্তক ফুটবল পাগল অয়ন প্রতিদিন বিকেলে পাড়ার মাঠে ফুটবল খেলত। না খেলে কোনদিন বিকেলে পড়তে বসেনি অয়ন , বাবা মায়ের পাশাপাশি এই সাফল্যের জন্য স্কুলকেও কৃতিত্ব দিল অয়ন। অয়নের এই সাফল্যে খুশী পরিবার।