নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, বৈদ্যবাটি,৭ ই আগস্ট:হুগলী ব্যাস্ত রাস্তা গুলির মধ্যে বৈদ্যাবটি তারকেশ্বর রোড খুব গুরুত্ত্ব পূর্ণ, দিল্লি রোড ও দুর্গাপুর রোড এর সংযোগ কারি রাস্তা ।
বর্তমানে রাস্তার বেহাল দশা যার জন্য মাঝে মাঝে দুর্ঘটনা হচ্ছে ,এমনই এক দুর্ঘটনা ঘটে গেল কাল রাত্রে বৈদ্যাবটি চাঁপসরা তে । স্থানীয় প্রত্যক্ষদর্শী আশীষ দাস মতে রাত্রি ১০ টা নাগাদ এক দ্রুত গতি লরির সাথে মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো সিঙ্গুর ছিনামর এলাকের ৩৫ বছরের এক যুবকের। মৃতের নাম চন্দ্রনাথ গোলদর, শ্রীরামপর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি টি তুলে নিয়ে যায়। স্থানীয় যুবক আশীষ দাস পুলিশ কে ঘাতক গাড়ির নম্বর দেয়, পুলিশ গাড়ি ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি করছে। এলাকাবাসী অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন।