নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, দুর্গাপুর,সনাতন গরাই,২৫ শে মে:দুর্গাপুরের কাঁকসার আড়ায় একজন যুবকের ঝুলন্ত দেহ হলো আজ সকালে।মৃত যুবকের নাম চিরঞ্জিত গোপ(২৪)।আজ ভোররাতে এলাকার মানুষ ওই যুবকে ঝুলতে দেখে একটি গাছে।পরে মলানানদিঘী ফাঁড়িতে খবর দেয়,খবর পেয়ে ঘটনাস্থলে আসে মলানদিঘী ফাঁড়ির পুলিশ।পুলিশি সূত্র ধরে জানা গেছে পরিবারের অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক।আজ ভোরে সে বাড়িথেকে চলে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।পুলিশ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
