নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, পশ্চিম বর্ধমান,২৬ শে নভেম্বর:আগামী ৩০ শে নভেম্বর শুরু হতে চলেছে এক ঐতিহাসিক লং মার্চ,এই মার্চের শুরুর স্থল পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন ।লং মার্চ কে সামনে রেখে প্রচারের ঝড় উঠলো জেলাতে,প্রায় প্রতিটি এরিয়া কমিটির উদ্যোগেই সংগঠিত হচ্ছে প্রচার মিছিল।
দুর্গাপুরে একাধিক জায়গায় প্রচার মিছিল সংগঠিত হলো লংমার্চ -কে সামনে রেখে সিপিআইএম দুর্গাপুর পশ্চিম ২ এরিয়া কমিটির অভ্যন্তরে পদযাত্রা সংগঠিত হলো দুর্গাপূর ইস্পাত কারখানার ২ং গেট হতে শুরু হয়ে তামলা, ফরিদপুর, রাঁচী কলোনী, পলাশডিহা, নবওয়ারিয়া হয়ে পিয়ালা গ্রাম পর্যন্ত।লং মার্চের সমর্থনে দুর্গাপুরের এ জোন অঞ্চলে শিবাজিতে দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বাম নেতা নির্মল ভট্টাচার্য।দুর্গাপুর পশ্চিম এরিয়া কমিটির অভ্যন্তরে সিটিসেন্টার বাসস্টাণ্ডে সভা অনুষ্ঠিত হলো, সভাপতিত্ব করলেন শ্রমিক নেতৃত্ব বীপ্রেন্দু চক্রবর্ত্তী, বক্তব্য রাখেন সিআইটিইউ নেতৃত্ব গৌরাঙ্গ চ্যাটার্জী, ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব কমঃ বীরেশ মণ্ডল এবং ব্যাঙ্ক ইউনিয়নের নেতৃত্ব।



উখরায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে লং মার্চের সমর্থনে সংহতি জানিয়ে আজ বহুলায় মহিলা মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী দেবমিতা দামোদর অজয় নর্থ এরিয়া কমিটির ডাকে এই মিছিল অনুষ্ঠিত হয়।

বার্নপুরে লঙ মার্চের সমর্থনে আজ বার্নপুর বাস স্ট্যান্ডে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।আসানসোল সদরে ও মহিলাদের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়।প্রচারের তীব্রতা এমন পর্যায়ে গেছে প্রতি সভা মিছিলে ব্যাপক অংশের মানুষের উপস্থিতি।
