নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, অনুসূয়া সিনহা, দুর্গাপুর,১৫ই নভেম্বর ২০২১:-শনিবার মনিপুরের জঙ্গি হামলায় নিহত হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে একমাত্র বাঙালি মুর্শিদাবাদ খড়গ্ৰামের কীর্তিপুরের শ্যামল দাস।

সোমবার সকালে তার কফিনবন্দি দেহ বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছায় পানাগড়ে অর্জন সিং এয়ারফোর্স স্টেশনে। এখান শ্যামল দাসের মরদেহে শ্রদ্ধা জানানোর পরে মৃতদেহ নিয়ে বেলা ১১:১৫ মিনিট নাগাদ সড়ক পথে মুর্শিদাবাদ রওনা সেনা বাহিনী।