নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,প্রিয়াঙ্কা দাস,নবদ্বীপ,১৬ ই আগস্ট:গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে নবদ্বীপ বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই এর উদ্যোগে সারাদিন ব্যাপী নানা রকম অনুষ্ঠান পালন করলো।


৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে এস এফ আই স্বরূপগঞ্জ শাখার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা গনতন্ত্র সমাজতন্ত্রের পতাকা উত্তোলন প্রায় ৫৫জন স্কুল পড়ুয়াদের হাতে খাতা কলম মাক্স সেনিটাইজার টিফিন তুলে দেওয়া হলো এছাড়াও এলাকার দুঃস্থ বাচ্চাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা নাচ গান আবৃত্তি নাটকের মধ্যে দিয়ে কাটানো হলো সারাদিন।
